Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে বাংলাদেশে ফিরেই মারধরের অভিযোগ করলেন এক্সপোর ব্যবসায়ী
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার রাতে বজরঙ দল শিলচরে চলা গ্লোবাল এক্সপোর সামনে বিক্ষোভ দেখালে সেখানে থাকা বাংলাদেশের ব্যবসায়ী তাঁর স্টল বন্ধ করে দেন। মঙ্গলবার দেশে ফিরেই তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তাঁর দোকানের দামি দামি জামদানি শাড়ি ছিঁড়ে ফেলেন। তাঁর দুই কর্মচারীকে মারধরও করা হয়। তাঁর সঙ্গেই দেশে ফিরেন আগরতলা হোটেলে রাত কাটানো দুই বাংলাদেশি যুবক। তাঁরাও একসুরে অভিযোগ করেন, আগরতলায় আমাদের মারপিট করে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে। গভীর রাতে হোটেল ছাড়তে বাধ্য করায় তাঁদের খুব কষ্ট হয়।
ভিডিয়ো-ক্যামেরার সামনে এক্সপো ফেরত ব্যবসায়ীর মন্তব্যের কথা জেনে কাছাড় জেলার পুলিশ সুপার নোমল মাহাত্তা একে অসত্য বলে জানান। তিনি বলেন, বিক্ষোভ দেখানো হয়েছিল বটে, কিন্তু পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই ব্যবসায়ী স্টল বন্ধ করে দেওয়ার কথা পুলিশ ও মেলা আয়োজকদের জানান এবং পরদিন মালপত্র নিয়ে চলে যান। মেলা আয়োজকরাও মারধরের অভিযোগ অস্বীকার করেন।
একই দিনে শিলচরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও বিক্ষোভ দেখানো হয়। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এদের সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক নেই, সবাই ভারতীয়। তবু তাঁরা দুই-তিনদিন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। মাহাত্তার কথায়, যেদিন থেকে সেন্টার ফের খোলার কথা জানানো হবে, সে দিন থেকেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে।