Barak UpdatesHappenings
শিলচর তারাপুরে রামকুমার নন্দী মজুমদারের আবক্ষ মূর্তির উন্মোচন
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচর তারাপুরে বসল সাহিত্য ভূবনের অগ্রণী পথিকৃৎ রামকুমার নন্দী মজুমদারের আবক্ষ মূর্তি। মদনমোহন আখড়া পরিচালন সমিতি তারাপুর রামকুমার নন্দী পাঠশালার সামনে এই মূর্তিটি স্থাপন করেছে। মঙ্গলবার এই মূর্তিটি উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। অনুষ্ঠানে ছিলেন প্রবীণ সাংবাদিক অতীন দাশ, ড. অমলেন্দু ভট্টাচার্য, ড. স্বপন পাল প্রমুখ।
এ দিন মদনমোহন আখড়া পরিচালন সমিতির উদ্যোগে রামকুমার নন্দী মজুমদারের জীবনের ওপর আধারিত ‘রামকুমার চরিত এবং রামকুমার নন্দী মজুমদারের শ্রেষ্ঠ সাহিত্যকৃতি বীরাঙ্গনা প্রশ্নোত্তর কাব্য’ বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন অমলেন্দু ভট্টাচার্য ও রমাপ্রসাদ বিশ্বাস। এছাড়া রামকুমার নন্দী মজুমদারের সংক্ষিপ্ত পরিচিতি মূলক একটি ফোল্ডারও এ দিন প্রকাশ করা হয়। এটি উন্মোচন করেন প্রয়াত সাহিত্যিকের প্রপৌত্রী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শিবানী ব্রহ্মচারী। অনুষ্ঠানে বাবুল হোড়, শিবব্রত দত্ত, ইমাদউদ্দিন বুলবুল প্রমুখও উপস্থিত ছিলেন।