Barak UpdatesHappeningsBreaking News
শিলচর তারাপুরের দাসপাড়ায় ড্রেনের কাজের শিলান্যাস দীপায়নের
![](https://way2barak.com/wp-content/uploads/2025/01/Tarapur-Daspara-Drain-foundation-stone-laid-by-MLA.jpg)
ওয়ে টু বরাক, ২৮ জানুয়ারি : মুখ্যমন্ত্রীর নগরীয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে তারাপুর, দাসপাড়া থেকে মজুমদার বাজারের ড্রেনের কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলান্যাস শেষে এলাকাবাসীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, তিনি বিধায়ক হওয়ার সাথে সাথেই এলাকাবাসীর কথা মাথায় রেখে প্রথম কাজ হিসেবে দাসপাড়ার রাস্তার কাজ করে দেন।
পরবর্তীতে এলাকাবাসী তাঁকে ড্রেনের কাজের অনুরোধ জানান। তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রীর কৃপায় এই ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস করে তিনি অত্যন্ত খুশি। ৩৮ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে এই কাজ হবে। এই এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন কিছুদিনের মধ্যেই পূরণ হবে বলে মন্তব্য করেন বিধায়ক। এই অনুষ্ঠানে বিধায়ক এর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক মণ্ডল সভাপতি, পিকলু দাস, প্রাক্তন সভাপতি, শ্যামল কান্তি দেব, হীরক দেব প্রমুখ।