Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে জন্নতকে ফেরত নিতে উদ্যোগী নেপাল সরকার
ওয়ে টু বরাক, ২০ জানুয়ারি : শিলচর কেন্দ্রীয় কারাগারের ট্রানজিট ক্যাম্পে বন্দি নেপালের নাগরিক জন্নত খাতুনকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার। নেপালের সালাহি জেলার লক্ষীমোর এলাকার বাসিন্দা জন্নত খাতুনকে সমঝে নেওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করে ইতিমধ্যে শিলচর কেন্দ্রীয় কারাগারের সুপারকে সরকারিভাবে চিঠি প্রেরণ করেছে নেপাল সরকার। কলকাতায় থাকা নেপাল দূতাবাসে এই পত্র প্রেরণ করে জন্নত খাতুনকে
ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এছাড়াও নেপাল থেকে শিলচরে উপস্থিত হওয়া জন্নত খাতুনের পুত্র ফিরোজ লাহিড়ী ও তার আত্মীয়ের কাছে জেলে বন্দি থাকা এই বৃদ্ধাকে সমঝে দেওয়ার জন্য পত্র যোগে অনুরোধ জানানো হয়েছে জেল কর্তৃপক্ষের কাছে। উল্লেখ্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ২০১৮ সালে কাটিগড়ায় জন্নত খাতুনকে আটক করে পুলিশ ৷
২০১৮ সালের ২৮ নভেম্বর শিলচর কেন্দ্ৰীয় কারাগারে পাঠানো হয়েছিল জান্নাত খাতুনকে। দু বছর কারাগারে বন্দি থাকার পর ২০২০ সালের ২৭ ডিসেম্বর জন্নতকে শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেই সময় থেকেই ডিটেনশন ক্যাম্পে বন্দির জীবন কাটাচ্ছেন অসুস্থ জন্নত খাতুন।
এ নিয়ে সিআরপিসির রাজ্য কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে অবশেষে জন্নত খাতুনকে নিজের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন এবং এতে সাড়া দিয়ে নেপাল সরকারের পক্ষ থেকে জন্নত খাতুনকে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়।