Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জেলেও এইডসের চিকিৎসায় এআরটি সেন্টার
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : শিলচর সহ অসমের ৬টি কেন্দ্রীয় কারাগারে তৈরি হল এইডসের চিকিৎসার জন্য অ্যান্টি রেট্রভাইরাল থেরাপি ডিসপেনসেশন সেন্টার বা এআরটি সেন্টার। উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। রাজ্যের আইজি (প্রিজন) বর্ণালী শর্মা অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটিকে সে জন্য ধন্যবাদ জানান৷ বলেন, কারাগারগুলিতে এআরটি ওষুধ মিললে এইচআইভি পজিটিভ আসামিদের চিকিৎসায় সুবিধা হবে। তিনি এর পর কারাগারগুলিতে নেশামুক্তি কেন্দ্র তৈরি করা ও ডিজিটাল এক্সরে মেশিন বসানোর অনুরোধ রাখেন।
এইডস নিয়ন্ত্রণ সোসাইটির প্রকল্প অধিকর্তা পমি বরুয়া জানান, দেশের পঞ্চম রাজ্য হিসেবে অসমের কারাগারে এআরটি সেন্টার তৈরি হল। নিরাপত্তার কারণে এইচআইভি আক্রান্ত আসামিদের নিয়ে নিয়মিত জেলা হাসপাতালের এআরসি সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয় না। জেলের এআরসি ডিসপেনসেশন সেন্টারগুলি মেডিক্যাল কলেজে থাকা ৯টি এআরসি সেন্টারের সঙ্গে সংযুক্ত করা হবে। শিলচর ছাড়া অন্য পাঁচটি কারাগার হচ্ছে গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর ও নগাঁও৷