Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জেলা বার সংস্থার নব নির্বাচিত পদাধিকারীদের শপথ
ওয়ে টু বরাক প্রতিবেদন, ২৮ সেপ্টেম্বর : শিলচর জেলা বার সংস্থার নতুন কমিটি মঙ্গলবার শপথ গ্রহণ করেছে। সংস্থার কার্যালয়ে এ দিন নব নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রিটার্নিং অফিসার তথা প্রবীণ আইনজীবী দুলাল মিত্র। সভাপতি নীলাদ্রি রায়ের পর এ দিন একে একে শপথবাক্য পাঠ করেন সহ সভাপতি টিঙ্কু বৈদ্য, সচিব রত্নাঙ্কুর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক অমলাভ দাশ ও সহকারী সচিব অভিজিত কর। বেশ কিছুদিন ধরেই এই নির্বাচনকে ঘিরে সরগরম ছিল বার লাইব্রেরি চত্বর।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে নতুন সভাপতি নীলাদ্রি রায় বলেন, বার লাইব্রেরির সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে নব নির্বাচিত পদাধিকারীরা অঙ্গীকারবদ্ধ রয়েছেন। সেইসঙ্গে বার লাইব্রেরির সার্বিক ঊন্নয়ন এবং সব সদস্যের সুবিধা অসুবিধা ও সুখ ডূঃখে পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এজিএম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায়ও তিনি সবাইকে ধন্যবাদ জানান।
সচিব রত্নাঙ্কুর ভট্টাচার্য বার লাইব্রেরির সুনাম বৃদ্ধিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। এই অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়ার সহকারী রিটার্নিং অফিসার একে আজাদ লস্কর, রাজীব নাথ, তুহিনা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।