Barak UpdatesHappeningsBreaking News
শিলচর-জিরিবাম ১৩ কিলোমিটার সড়ক নির্মাণে বরাদ্দ ১১৮৬ কোটি

ওয়েটুবরাক, ২৯ মার্চ: শিলচর (বুদ্ধ নগরের কাছে) থেকে মণিপুরের জিরিবাম পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ ৩৭ নম্বর জাতীয় সড়কে চার লেন সম্প্রসারণ প্রকল্পের জন্য ১১৮৬.২০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পটি অসম, মণিপুর এবং মেঘালয়ের মধ্যে আঞ্চলিক সংযোগ এবং অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে বলে দাবি করেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি। তিনি বলেন, ওই প্রসারিত সড়ক ইম্ফল-জিরিবাম-শিলচর-রাতাছড়া-কালাইন-জোয়াই হয়ে শিলং পর্যন্ত নির্বিঘ্নে ও অনেক কম সময়ে যাত্রী ও পণ্য চলাচলের সুযোগ করে দেবে। সড়ক সংলগ্ন এলাকা গুলির স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাজারের উন্নতি ঘটিয়ে আর্থ-সামাজিক ভোল বদল ঘটিয়ে দেবে। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।