NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচর-গুয়াহাটি বিমান চালাবে ফ্লাইবিগ, ভাড়া চার হাজারের বেশি হবে না কখনও, চুক্তি স্বাক্ষর
ওয়েটুবরাক, ২৬ মার্চ: গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি ও গুয়াহাটি-ডিব্রুগড়-গুয়াহাটি রুটে নতুন বিমান পরিষেবা শুরু হচ্ছে। সঙ্গে গুয়াহাটি থেকে পারো, ভুবনেশ্বর, গোয়া, দেরাদুন, যোধপুর ও কোয়েম্বাটোরের উড়ান চালু হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে আসাম পর্যটন উন্নয়ন নিগম ও ফ্লাইবিগ সংস্থার মধ্যে শিলচর ও ডিব্রুগড়ের উড়ান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হল।
উড়ান প্রকল্পের অধীনে পরবর্তীকালে তেজপুর, লখিমপুর, যোরহাটের মধ্যেও এমন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, “চাহিদা বাড়লেই বিমান ভাড়া মাত্রাছাড়া বাড়তে থাকে। কিন্তু এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক জন যাত্রীকে কোনও পরিস্থিতিতেই চার হাজার টাকার বেশি ভাড়া গুণতে হবে না। যাত্রীর অভাবে বিমান সংস্থা লোকসানের মুখে পড়ে বলে প্রায়ই অভিযোগ ওঠে।” হিমন্ত জানান, ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে রাজ্য সরকার নিজের পুঁজি থেকে ২০ শতাংশ লোকসান পুষিয়ে দেবে। সরকার উড়ান মাসুলও নেবে মাত্র ১ শতাংশ।