Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ক্যাবিনেট বৈঠকে খরচ ৩০.৬০ লক্ষ
ওয়েটুবরাক, ১৫ মার্চ : ক্যাবিনেট বৈঠক জেলায় জেলায় করতে গিয়ে সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ হয়েছে, এর একটি পরিসংখ্যান মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয়৷ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের তরফে মন্ত্রী রণজিৎ দাস জানান, শিলচর ক্যাবিনেট বৈঠকে মোট ৩০ লক্ষ ৬০ হাজার টাকা খরচ হয়েছে৷ সবচেয়ে বেশি খরচ হয়েছিল ডিমা হাসাও জেলায়, ১ কোটি ১৩ লক্ষ ৯২ হাজার ৩৯৯ টাকা৷ কোটি ছাড়িয়ে ক্যাবিনেটের খরচ, আর কোথাও হয়নি৷ কাছাকাছিও নেই অন্য কোনও জেলা৷ এ ক্ষেত্রে দ্বিতীয় বঙ্গাইগাঁও জেলা৷ সেখানে ক্যাবিনেট বৈঠক করতে ব্যয় হয় ৫৫ লক্ষ ৫৪ হাজার ৩৪ টাকা৷ কত কম হয়েছে ক্যাবিনেট বৈঠক সম্ভব, তা দেখিয়েছে শোণিতপুর জেলা৷ সেখানে লেগেছে ৭ লক্ষ ৬৯ হাজার টাকা৷ কোকরাঝাড়ে ব্যয় হয়েছিল ২১ লক্ষ ৯ হাজার ১০৮ টাকা৷ কামরূপ মেট্রোতে এর চেয়ে সামান্য বেশি খরচ হয়৷ ২১ লক্ষ ৭৯ হাজার ১২৯ টাকা৷ ধেমাজি ও ডিব্রুগড়ের ব্যয় ক্রমে ৩৪ লক্ষ ৮ হাজার ৩৩১ টাকা ও ৩৫ লক্ষ ১৫ হাজার ৯১২ টাকা৷ ৪৮ লক্ষ ৪২ হাজার ১৭৩ টাকা লেগেছিল যোরহাটে৷