NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচর ক্যাবিনেট পিছিয়ে গেল, পরবর্তী তারিখ ঘোষণা ৯ নভেম্বর

ওয়েটুবরাক, ৫ নভেম্বর : শিলচরে মন্ত্রিসভার যে বৈঠক হওয়ার কথা ছিল, তা নির্ধারিত ১১ নভেম্বর তারিখে হচ্ছে না৷ সরকারি সূত্রে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ কারণ ভূতল পরিবহন মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা নীতীন গাডকারি সে সময়েই অসমে আসার সূচি চূড়ান্ত করেছেন৷

Rananuj

তবে কবে হবে পরবর্তী বৈঠক, তা এখনও স্থির হয়নি৷ নীতীন গাডকারির সফর নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর দিসপুরে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷ সেখানেই শিলচর বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে ওই সূত্র জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা অবশ্য নভেম্বরেই শিলচরে মন্ত্রিসভার বৈঠক করার পক্ষপাতী বলে জানা গিয়েছে৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৈঠক হবে ২৯ নভেম্বর৷

মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ার খবরে অফিসার-কর্মীমহলে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে৷ একাংশের বক্তব্য, ১১ তারিখের মধ্যে নির্ধারিত কাজ সারতে গিয়ে প্রচণ্ড চাপ নিতে হচ্ছিল৷ এ বার কিছুটা সময় পাওয়া গেল৷ অন্য একাংশ আবার উল্টো সুরে আক্ষেপ প্রকাশ করছেন৷ তাদের কথায়, এতটা গুছিয়ে আনা হয়েছিল৷ এক ধাক্কায় সেরে গেলে স্বস্তি মিলত৷ এখন নতুন তারিখকে সামনে রেখে আবার প্রস্তুতি, আবার সাজগোছ, আবার উদ্বেগের সঙ্গে প্রতীক্ষা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker