Barak UpdatesHappenings
শিলচর কালীবাড়িচরে বজরং দলের ত্রাণ বিতরণে বিধায়ক দিলীপ
২৬ মে : সরকার ভাইরাস প্রতিরোধে রাতদিন এক করছে। কাজ করে যাচ্ছে ঝড়োগতিতে। প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা খেটে চলেছেন। অথচ এক শ্রেণির মানুষ সতর্ক থাকতে রাজি নন। কোয়ারেন্টাইন সেন্টারে পর্যন্ত নিয়ম-কানুনকে পাত্তা দিচ্ছেন না বিশেষ সম্প্রদায়ের এমন কিছু লোক। মঙ্গলবার ক্ষোভের সুরে কথাগুলো বললেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল। তিনি জানান, প্রতিটি কন্টেনমেন্ট জোন, কোয়ারেন্টাইন সেন্টারে এদের অবস্থা একই। সেন্টার থেকে পালিয়েও যান তাঁরা। ফলে করোনার গোষ্ঠী সংক্রমণের শঙ্কা প্রবল হচ্ছে শিলচর সহ কাছাড় জেলায়। এতে বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।
বিধায়ক আরও বলেন, পরিস্থিতি বিবেবেচনায় কোনওরকম গাফিলতি না করে নিজের ও পরিবার-পরিজনের সুরক্ষার অঙ্গীকার নিতে হবে। ভাইরাস প্রতিরোধমূলক পরামর্শ অক্ষরে অক্ষরে পালনের আবেদন রাখেন তিনি।
এ দিন বজরং দলের এক ত্রাণ বন্টন কর্মসূচিতে এসে বিধায়ক দিলীপ পাল বলেন, হিন্দুদের সমস্যা সমাধানে সব সময়ই ঝাঁপিয়ে পড়ে বজরং ও বিশ্বহিন্দু পরিষদ। এই করোনা দুর্ভোগেও দেশজুড়ে হিন্দুদের পাশে রয়েছে সংগঠন। শিলচরে বজরং দলের ত্রাণবন্টন এই সহায়তারই একটি পর্যায়। এ দিন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কালীবাড়ি চরের ১ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের প্রতিশ্রুতি সম্পন্ন করেছে বজরং দল। এই বন্টন শুরু হয়েছিল রবিবার। ৭ নম্বর ওয়ার্ডের এই অঞ্চলের এক হাজার পরিবারকে খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েছে সংগঠন। বিশ্বহিন্দু পরিষদের নেতা পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যরা ছিলেন। বিধায়ক সুবিধাপ্রাপকদের হাতে মাস্কও তুলে দেন।