Barak UpdatesHappeningsBreaking News

শিলচর-কালাইন সড়ক বেহাল, রায়গড়ে অবরোধে পূর্তকর্তার কাজ শুরুর অঙ্গীকার

ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর : শিলচর-কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোড, রায়গড়, অসমিয়া বস্তি, মজুমদার বাজার প্রভৃতি এলাকার মানুষের রাস্তার দুর্ভোগ কাটছে না৷ কিছুদিন পর পর আন্দোলনে নামতে হচ্ছে৷ পুরো রাস্তা জুড়ে গর্তের মিছিল৷ সঙ্গে ধুলোর ঝড়৷ প্রশাসনিক কর্তৃপক্ষের উপযুক্ত নজর নেই, সঠিক পরিকল্পনারও যথেষ্ট অভাব বলে এলাকাবাসীর অভিযোগ৷ এ সবের প্রতিবাদে এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে সোমবার রায়গড়ে সড়ক অবরোধ করেন তাঁরা৷ পাইওনিয়ার ক্লাব এর উদ্যোক্তা হলেও সামিল ছিলেন বৃহত্তর এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ৷ অবরোধে সামিল হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য প্রমুখ৷ ঘণ্টাকয়েক অবরোধে অবশ্য টনক নড়ে জেলা পূর্ত কর্তাদের৷ অবরোধ স্থলে ছুটে গিয়ে পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন লস্কর আগামী ১৫ জানুয়ারির মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরুর লিখিত প্রতিশ্রুতি দেন৷ কথা দেন, সকাল-বিকাল জল ছিটানোর ব্যবস্থা হবে৷ আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলার পূর্ত কর্তার লিখিত প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহৃত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker