Barak UpdatesHappeningsBreaking News
শিলচর কলেজিয়েট স্কুলে লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী পালন
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : শিলচর কলেজিয়েট স্কুল গত ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী পালন করল। সেই কর্মসূচির মধ্যে ছিল বীর লাচিত বরফুকনের জীবনীর উপর রচনা, বিতর্ক, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা৷ ছিল বৃক্ষরোপণ এবং সেমিনারও। স্কুলের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রেখে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ওই সব প্রতিযোগিতা এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকারা।
২৪ নভেম্বর বৃহস্পতিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেদিন স্কুলের প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ছাত্রছাত্রীরা অসমিয়া ও বাংলা ভাষায় নাচ-গান ইত্যাদি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় সহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, স্কুলের পরিচালন সমিতির সদস্যরা, একাধিক অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ।