Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ইনার হুইলের নয়া সভাপতি সুধা মুন্দ্রা, সচিব মহুল মিত্র
ওয়ে টু বরাক, ২৩ জুলাই : শিলচর ইনার হুইল ক্লাবের কুড়িতম অভিষেক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। আগামী বছরের জন্য ক্লাবের নতুন সভাপতি হয়েছেন সুধা মুন্দ্রা। এদিন শিলচরের এক হোটেলে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন বিদায়ী সভাপতি শম্পা বণিক। ক্লাবের নতুন সহ-সভাপতি হয়েছেন সঙ্গীতা বনিক এবং সচিব মহুল মিত্র। এছাড়া আগামী বছরের জন্য ক্লাবের পরিচালন সমিতিতে রয়েছেন সদ্য প্রাক্তন সভাপতি শম্পা বণিক, কোষাধ্যক্ষ ঋতু আগরওয়াল, আইএসও সুস্মিতা চৌধুরী এবং এডিটর অঙ্কিতা ঘোষ। এছাড়া এ বছর বোর্ডে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। সে অনুযায়ী ই-ম্যানেজার হয়েছেন ইন্দ্রানী দেব ভট্টাচার্য।
এ দিন ইনার হুইল ক্লাবের অভিষেক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বিজয়লক্ষী দাস চৌধুরী ও ডাঃ প্রভাতী ধর পুরকায়স্থ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৪ এর ভাইস চেয়ারম্যান অনিন্দিতা দে। তাঁরা প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে বিজয়লক্ষী বলেন, আর্থিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে মহিলাদের এগিয়ে আসতে হবে। ডাঃ ধর পুরকায়স্থ ইনার হুইল ক্লাবের কাজকর্মের ভুয়সী প্রশংসা করেন।
এর আগে বক্তব্য রাখতে গিয়ে শম্পা বনিক নতুন কমিটির হাত ধরে সংস্থা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। বিদায়ী সম্পাদক মধুপর্ণা বসাক বিগত বছরের কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি সভার সহযোগিতা কামনা করেন। এদিন বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তীও। শিলচর জেলা ক্রীড়া সংস্থার নতুন সভাপতি শিবব্রত দত্ত ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্যকে সম্মান জানানো হয়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সঙ্গীতা বনিক। অনুষ্ঠানে ক্লাবের স্মরণিকাও উন্মোচন করা হয়। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।