Barak UpdatesHappeningsBreaking News
শিলচর-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস চালানোর দাবি সিআরপিসির
ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি : আগরতলা থেকে মণিপুরের খংসাং পর্যন্ত সপ্তাহে তিনদিন জনশতাব্দী এক্সপ্রেস চালানো হয়৷ বাকি চারদিন আগরতলা-শিলচর একটি জনশতাব্দী এক্সপ্রেস চালানোর দাবি করেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি৷ রেলমন্ত্রী অশ্বিনীকুমার বৈষ্ণবকে স্মারকলিপি পাঠিয়ে কমিটির প্রধান সম্পাদক সাধন পুরকায়য়স্থ ও সাধারণ সম্পাদক আলি রাজা ওসমানি বলেন, ৩৫৩ কিলোমিটার খংসঙ রুটের চেয়ে অনেক বেশি যাত্রী চলাচল করে ২৫৪ কিলোমিটার শিলচর রুটে৷ ফলে আগরতলা ও শিলচরের মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস চালালে যেমন রেলের আয় বাড়বে, তেমনি প্রচুর মানুষ উপকৃত হবেন৷
তাঁরা একই সঙ্গে জানান, শিলচরে একটি অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (এডিআরএম) পদ রয়েছে৷ কিন্তু দীর্ঘদিন ধরে সেটি ফাঁকা পড়ে রয়েছে৷ ওই শূন্যপদ পূরণেও দাবি জানায় নাগরিক অধিকার রক্ষা কমিটি৷
একই বয়ানে পৃথক স্মারকপত্র পাঠানো হয়েছে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তার কাছে৷