Barak UpdatesHappeningsBreaking News
শিলচর অম্বিকাপট্টি এলাকায় উচ্ছেদ চালাল প্রশাসন
ওয়ে টু বরাক, ১৮ মার্চ : জমা জলের করাল গ্রাস থেকে জনগণকে রেহাই দিতে শুক্রবার অম্বিকাপট্টি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এলাকার নালা নর্দমাগুলি জবরদখল করে রাখায় সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জমা জলের নিচে চলে যায়। প্রায় প্রতিটি অলি গলিতে হাঁটু সমান বৃষ্টির জল জমে থাকে। দুর্বিষহভাবে জীবনযাপন করতে হয় এলাকার জনগণকে। এমনকি ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতেও প্রচন্ড সমস্যার সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে এই দুর্বিষহ জীবনযাপন থেকে রেহাই দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানান এলাকার জনগণ।
শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে অম্বিকাপট্টি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এক্সকেভেটর, জেসিবি সহ অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে জবরদখল করে থাকা নালানর্দমাগুলি দখলমুক্ত করে সহজে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। নালাগুলি জবরদখল মুক্ত করা সহ আবর্জনা মুক্ত করে পরিষ্কার করায় বৃষ্টির জল নালা নর্দমা ধরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এতে বৃষ্টির জমা জলের অভিশাপ থেকে কিছুটা মুক্ত হতে পারবেন এলাকার জনগণ।