Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে হিমন্ত, পীযূষ, নীতীশের কুশপুতুল পোড়াল যুব কংগ্রেস

ওয়েটুবরাক, ২৫ জুলাই : যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা এবং জেডি (ইউ) নেতা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কুশপুতুল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়৷ তিন নেতার নামে মুর্দাবাদ ধ্বনি তোলেন৷ পরে রাজপথে তাদের কুশপুতুল পোড়ানো হয়৷

Rananuj

জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেব বলেন, হিমন্ত বিশ্ব শর্মা একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী৷ বিহার ও অন্ধ্রপ্রদেশ বাজেটের মাধ্যমে বিশাল তহবিল নিয়ে গেলেও অসমের মুখ্যমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণে কোনও বরাদ্দ আদায় করতে পারলেন না৷ তাঁর জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকাও কোনও কাজের মানুষ নন৷ নানা কথা বললেও সেগুলি বাস্তবায়নে তিনি কোনও উদ্যোগ নেন না৷ তাই তারাপুর শিববাড়ি রোডে এলিভেটেড করিডর তৈরির জন্য দশদিনের সময় দিলেও এখনও কিছু করতে পারলেন না৷

নীতীশকুমারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি বুধবার যুব কংগ্রেসের বিক্ষোভে পুলিশ লেলিয়ে দেন৷ তাতে তাঁদের সর্বভারতীয় সভাপতি জখম হয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker