Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে স্ত্রীর দায়ের কোপে জখম স্বামী
ওয়েটুবরাক, ২৪ জুন: স্ত্রীর দায়ের কোপে গুরুতর জখম স্বামী৷ পুলিশ মৌসুমী দাসকে গ্রেফতার করে স্বামী বিট্টু দাসকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠায়৷
শিলচর আশ্রম রোডের গ্রিন লেনের বাসিন্দা রিংকি দাস জানান, সাতদিন আগে তাঁর বাড়িতে ভাড়া এসেছেন বিট্টু-রিংকি৷ তাদের একটি শিশুও রয়েছে৷ মূল বাড়ি হাইলাকান্দি জেলার লালায়৷ স্বর্ণকারের কাজের সুবাদে তার শিলচর শহরে এসে ভাড়া থাকা৷ বিট্টুর কাছ থেকেই তাদের এই কথা শোনা৷
তিনি জানান, সোমবার সকালে তাদের ঘর থেকে শিশুটির ক্রমাগত ক্রন্দন শুনতে পান তাঁরা৷ স্বামী-স্ত্রী কারও কোনও সাড়া নেই৷ বহু ডাকাডাকি করলেও কোনও আওয়াজ দেননি কেউ৷ শেষে টানাটানি করেই দরজা খুলে ফেলেন গৃহকর্তা৷ ভেতরে ঢুকে তাদের চক্ষু চড়কগাছ৷ মৌসুমীর হাতে একটি ছুরি৷ পাশেই দা৷ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিট্টু৷ পরে তারা মহিলার কাছ থেকে ছুরি-দা কেড়ে নিয়ে তার হাত বেঁধে রাখেন৷ পুলিশেও খবর দেন৷
কিন্তু কী কারণে স্বামীহত্যার চেষ্টা করেছিলেন তরুণী মৌসুমী? বারবার এমন প্রশ্ন করলেও জবাব মেলেনি৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে৷