Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা করলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ১০ নভেম্বর : রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কাছাড় জেলায়ও ১০ নভেম্বর থেকে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের জিপি / ওয়ার্ড স্তরের প্রতিযোগিতা সাতটি উন্নয়নখন্ডের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে।
এ দিন শিলচরের অম্বিকাপুর জিপির বুধুরাইল হাইস্কুলে সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝাঁ, কাছাড় জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রাই, খণ্ড উন্নয়ন আধিকারিক অবিনাশ তায়ে, জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা এবং বুধুরাইল হাইস্কুলের অধ্যক্ষ যশোবন্ত নারায়ণ চৌধুরী প্রদীপ প্রজ্বলন করে এই সংগীত প্রতিযোগিতার সূচনা করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যবাসীর সামগ্রিক উন্নয়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সাংস্কৃতিক ক্ষেত্র, ক্রীড়া ক্ষেত্র, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি সামগ্রিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে মানুষের সর্বাঙ্গীন কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিধায়ক চক্রবর্তী বলেন, আগে কখনও গ্রাম থেকে শহরাঞ্চলের কোনও শিল্পী এ ধরনের সুযোগ-সুবিধা পাননি। তাই খণ্ড, সমষ্টি, জেলা এবং রাজ্যস্তরে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সকল স্তরের প্রতিভাধারীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন। এর জন্য বর্তমান সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে জেলা কমিশনার রোহন কুমার ঝাঁ তাঁর বক্তব্যে জানান, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত করার মাধ্যমে জেলার গ্রাম থেকে শহরাঞ্চলের বিভিন্ন শিল্পী তাদের প্রতিভা তুলে ধরতে পারবেন এবং রাজ্যস্তরে স্থানীয় সংস্কৃতি এবং প্রতিভা সম্পর্কে অবগত করে নিজেদের সাংস্কৃতিক ক্ষেত্র উন্নত করতে পারবেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই এ উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিচারক মন্ডলীকে স্বাগত জানানো হয় এবং প্রতিযোগিতার পূর্বে বুধুরাইল হাইস্কুলের শিক্ষকরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।