Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে শনিবার ১০ কেন্দ্রে ভ্যাকসিন, ৩টি মোবাইল টিম
ওয়েটুবরাক, ৮অক্টোবর : মেগা টিকাকরণ অভিযানের অধীনে শিলচর শহরে শনিবার তেরোটি কেন্দ্রে ভ্যাকসিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
শনিবার মেগা টিকাকরণ অভিযানের অধীনে শহরের ১০ টি কেন্দ্রে ১০০ টি করে কোভিশিল্ডর প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে । এগুলি হচ্ছে — শিলচরের অভয়iচরণ পাঠশালা , ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি, শিলচর সিভিল হাসপাতাল, অম্বিকাপট্টি দুর্গাশংকর পাঠশালা, নাজিরপট্টির গোল দীঘিমল, মালুগ্রামের কাছাড় হাই স্কুল , শিলচর ক্লাব রোডের দুইটি মল ফ্যাশন সিটি, মেট্রো বাজার এবং তুলাপট্টির ভি টু মল। এছাড়া শনিবার শহরের তিনটি মোবাইল টিম ভ্যাকসিন প্রদান করবে। এগুলি হল টিটি কলেজ, এনএস এভিনিউ এবং কাঁঠাল পয়েন্টে মোবাইল টিম এ, কালিবাড়ি চর এবং ওয়াটার ওয়ার্কস রোডে মোবাইল টিম বি এবং শিব কলোনি, তরনি রোডে টিম সি কোভিশিল্ডর প্রথম এবং দ্বিতীয় ডোজ দেবে l
এছাড়া শিলচর ট্রাঙ্ক রোডের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কো-ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ 200 টি দেওয়া হবে l
এদিকে ঘরে ঘরে গিয়ে মেগা ভ্যাকসিনের প্রথম দিনে শুক্রবার কাছাড় জেলায় ১৮ হাজার ৫২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে মেগা ভ্যাকসিন আগামী সোমবার পর্যন্ত চলবে । ভ্যাকসিন নেওয়ার জন্য বাকি থাকা লোকদেরকে এগিয়ে আসতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।