Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে রাস্তার বেহাল দশায় গণক্ষোভ, জোড়াতালিতে বাধা
ওয়েটুবরাক, ২১ আগস্ট: শিলচর সহ কাছাড়ের রাস্তাঘাট নিয়ে মানুষের অসন্তোষ গণক্ষোভে পরিণত হয়৷ মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিনে জোড়াতালির কাজ শুরু হতেই স্থানে স্থানে প্রতিবাদ হয়৷
সকালেই রাস্তাঘাটের বেহাল দশার কথা স্বীকার করে মন্ত্রী রঞ্জিৎকুমার দাস বলে যান, করিমগঞ্জ-হাইলাকান্দি থেকে বাজে রাস্তা কাছাড়ে৷ এর কিছুক্ষণ পরেই প্রতিবাদের সুর ধরিয়ে দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ তিনি পূর্তকর্তাদের উদ্দেশে বলেন, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিনে তালিতাপ্পার কাজ করবেন না৷ মুখ্যমন্ত্রীকে শিলচরবাসীর জীবনযন্ত্রণাটা দেখতে দিন৷
তখন কোথাও মাটি-পাথরের মিশ্রণ, কোথাও-বা খালি মাটি নিয়ে রোলার নিয়ে গর্ত ভরাট করছিলেন পূর্ত বিভাগের কর্মীরা৷ রংপুর সহ বেশ কিছু জায়গায় তাদের এই ধরনের কাজে আপত্তি জানানো হয়৷ তবে এই ধরনের কাজের সমালোচনায় প্রচণ্ড মুখর হয় সমাজমাধ্যম৷ দিনভর এ নিয়ে চর্চা চলে৷ সকলেই মুখ্যমন্ত্রীকে তাদের এলাকার রাস্তা দেখে যেতে আমন্ত্রণ জানান৷ কটুক্তি, বক্রোক্তি করতেও ছাড়েনি আজকের নেটদুনিয়া৷