Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুতুল দাহ

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি শিলচরেও পালিত হয় দশেরা উৎসব। এই উপলক্ষে হিন্দিভাষী যুব মঞ্চ, শিলচর ‘রাবন দহন’ করে৷ তাঁদের কথায়, এই কর্মসূচি হল ‘মন্দের উপর ভালোর জয়’-এর প্রতীক। রাবণের পাশাপাশি কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। রাম-রাবণ যুদ্ধও পরিবেশন করা হয়। বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচি দেখে এবং ভগবান রাম, সীতা মাইয়া, লখন লাল এবং পবনপুত্র হনুমানের নাম অনুরণিত হয়।

Rananuj

তাঁরা বলেন, প্রতি বছর দেশে ও সমাজে বিরাজমান অশুভকে রাবণের কুশপুত্তলিকার সাথে দাহ করা হয় এবং তা থেকে আসা আলো জীবনে মঙ্গল বয়ে আনে। শিলচরের ঘুংঘুর এলাকার শহীদ মঙ্গল পান্ডে চৌমুখির কাছে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুত্তলিকা দাহের অনুষ্ঠানটি হয়। অগ্রতা কুমার, রিয়া, বিশাল এবং সঞ্জীব নুনিয়া নিজেকে ভগবান রাম, মাতা সীতা, লক্ষণ এবং হনুমান সেজে যখন উপস্থাপন করেন তখন লোকেরা জয় শ্রীরাম ধ্বনি দিতে আরম্ভ করেন। অগ্রতা কুমার (শিশু রূপ রাম) এবং রাজশ্রী পাল (কিশোর রাম) বিশাল (লক্ষ্মণ), রিয়া নুনিয়া (সীতা) এবং সঞ্জীব নুনিয়া (হনুমান) চরিত্রে অভিনয় করেছেন।  রাবণের ভূমিকায় অভিনয় করেছেন শচী দুবে। রাজর্ষি পাল দেবী দুর্গার নাচে সবাইকে মন্ত্রমুগ্ধ করেন।

 

প্রথমে প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক দিলীপ কুমার উপস্থিত অতিথিদের ভগবানের পূজা দিয়ে অনুষ্ঠান শুরু করার অনুরোধ জানান। এরপর উপস্থিত অতিথি পন্ডিত আনন্দ শাস্ত্রী এবং কমলেশ সিং, ফুলমতি কালওয়ার, ডাঃ বৈকুণ্ঠ গোয়ালা সহ প্রবীণরা রাম পরিবারের কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শিবশঙ্কর নুনিয়া, কোষাধ্যক্ষ রাজু নুনিয়া ও কল্যাণ হাজম প্রমুখ অতিথিদের স্বাগত জানানো পর্যন্ত অনুষ্ঠানের আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন। উত্তরীয় দিয়ে উপস্থিত অতিথিদের স্বাগত জানানো হয়। ডাঃ অমিত কালওয়ার, রামনারায়ণ নুনিয়া, সুভাষ চৌহান, বিজয় নুনিয়া, সুতপা চক্রবর্তী, সীমা কুমার, ডাঃ মঞ্জরী কালওয়ার, পৃথ্বীরাজ গোয়ালা, প্রদীপ কুর্মি, জয় প্রকাশ গুপ্ত, রামনাথ নুনিয়া, বিপ্লব পাটওয়া, অজয় নুনিয়া এবং সাংবাদিক যোগেশ দুবে প্রমুখ উপস্থিত ছিলেন।

পণ্ডিত আনন্দ শাস্ত্রী বলেন, সমস্ত সমস্যার সমাধান একমাত্র ভগবান রামের আদর্শ অনুসরণ। সামাজিক কুরীতি দূর করতে হবে এবং ভালো জিনিস প্রতিষ্ঠা করতে হবে। কমলেশ সিং বলেন, “এটি একটি ভাল লক্ষণ যে, আমরা আবার আমাদের রীতিনীতি গ্রহণ করছি এবং আমাদের ভাষা ব্যবহার করছি।” রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদ দহনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অস্পৃশ্যতা, জাতপাত, অনুপ্রবেশ, লোভ, লালসা, ক্রোধ, সন্ত্রাস, ব্যভিচার, পক্ষপাতিত্ব, অহংকার ও দুর্নীতি থেকে মুক্তির বার্তা দেওয়া হয়েছিল রাবণের দশ (দশ) কক্ষে।

প্রসঙ্গত, সমস্ত মূর্তি তৈরি করেন ময়না লাল গৌর। অভিনন্দিতা কুমার এবং অদিতি কুমার রাম-রাবণ যুদ্ধ মঞ্চায়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker