Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে রক্তদানে বর্ষবরণ লায়ন্স-লিওর
ওয়েটুবরাক, ২ জানুয়ারি : রক্তদানের মাধ্যমে ইংরেজি নতুন বছরের সেবামূলক যাত্রা শুরু করল লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার। সবাই যখন নিউ ইয়ারের আনন্দে মাতোয়ারা তখন রক্তের আকাল মেটাতে ইন-হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো শিলচর গ্রেটার পরিবার। পয়লা জানুয়ারি, শনিবার, কাছাড় ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাঙ্কে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সহযোগিতায় শিলচর গ্রেটারের পক্ষ থেকে ৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ-সভাপতি ইন্দ্রনীল রুদ্রগুপ্ত, সম্পাদিকা লাকি দাস, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সহ-সভাপতি স্বরূপজ্যোতি পাল, কোষাধ্যক্ষ শুভ চক্রবর্তী। এছাড়াও ছিলেন তরুণ ব্যবসায়ী দেবালয় ভাওয়াল, আইনজীবী এফ. লোকনাথ সিনহা এবং কলেজ পড়ুয়া সুপ্রভা সরকার। রক্তদান কর্মসূচি চলাকালীন সকল রক্তদাতার পাশে থেকে উৎসাহ দিয়েছেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল, প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত কুমার মিশ্র ও নন্দদুলাল সাহা এবং মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল। এছাড়া লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রাক্তন সভাপতি অনুপ দত্ত, মার্কেটিং চেয়ারপার্সন শিবম দাস, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভানেত্রী নেহা চক্রবর্তী, সহ-সভাপতি রিশব পুরকায়স্থ, সহকারী সার্ভিস ডিরেক্টর ত্রিবর্ণা দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিগনেচার প্রজেক্ট ব্লাড ডোনেশনের জন্য গত ২৬ ডিসেম্বর গুয়াহাটিতে পুরস্কৃত হন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সদস্য-সদস্যারা। ২০২০-২১ বর্ষে বিশেষ করে করোনা মহামারীতে যখন বিশ্ব জুড়ে লকডাউন চলছিল তখন শিলচর গ্রেটারের রক্তদান কর্মসূচির মাধ্যমে ৩৬৬ জন মানুষ উপকৃত হন। ২০২১-২২ বর্ষে অর্থাৎ বিগত ছয় মাসের মধ্যে ২১৯ জনকে রক্তের জোগাড় করে দেয় লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। তাদের এই মহৎ কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের মার্কেটিং চেয়ারপার্সন শিবম দাস জানিয়েছেন।