Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে যানজট সমস্যার সমাধানে সাংসদ-বিধায়কের সঙ্গে এসডিজিপির বৈঠক

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : যানজটই শিলচরের সবচেয়ে বড় সমস্যা৷ সোমবার থেকে দুইদিনের ছুটোছুটি, বিভিন্ন মহলে আলোচনা করে এমনটাই মনে হয়েছে আসামের স্পেশাল ডিজিপি জিপি সিং৷ এ দিনই তিনি এই সমস্যা সমাধানে তৎপর হন৷ সভা করেন সাংসদ ডা. রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রমনদীপ কৌরের সঙ্গে৷ পরে তিনি জানান, ওই সভায় বেশ কিছু প্রস্তাব-পরামর্শ পেয়েছেন৷ এখন এইসবকে সামনে শিলচর শহরের জন্য উপযুক্ত ট্রাফিক প্ল্যান তৈরি করা হবে৷

শিলচর সদর থানা পরিদর্শন করে জিপি সিং সন্তোষ প্রকাশ করেন৷ বলেন, এক বছরে বিরাট পরিকাঠামোগত পরিবর্তন এসেছে৷ সংখ্যাশক্তিও বেড়েছে৷ এখন তাদের আবাসন সমস্যা মেটানোয় মনোযোগী হবেন বলে আশ্বাস ব্যক্ত করেন এসডিজিপি৷

তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷ জানান, সুপারী নিয়ে নয়া এসওপি চালু হতে চলেছে৷ তাঁরা একই সঙ্গে দুই জায়গায় গুরুত্ব দিতে চান৷ প্রথমত, বার্মিজ সুপারি পাচারকে কোনও ভাবেই রেয়াত নয়৷ দ্বিতীয়ত, উত্তরপূর্বের স্থানীয় সুপারি ব্যবসা যাতে কোনওভাবে মার না খায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker