Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বাজেয়াপ্ত কোটি টাকার বার্মিজ সুপারি, ধৃত পাঁচ
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বরঃ দুই লরি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হয়েছে শিলচরে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ শিলচর তারাপুরে লরি দুটিকে আটকায়। কিন্তু চালকেরা গাড়ি থামিয়েই পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে দুজনকেই ধরে আনতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, দুটি লরিই বার্মিজ সুপারিতে ঠাসা। মোট দুইশো বস্তা।
মাহাত্তার হিসাব, এগুলির বাজারমূল্য এককোটি টাকা হবে। ধৃত চালকদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা অন্য একটি গাড়িতে লরিগুলির পেছনে পেছনে যাচ্ছিল। পুলিশ সুপার তাদের বলেন পাসিং মাফিয়া। তাদের গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃত পাঁচজন হলো বিলালউদ্দিন, সেলিমউদ্দিন, দিলোয়ার হোসেন, আব্দুল লতিফ ও কৃপেশ দাস৷
মাহাত্তার কথায়, যে কোনও ধরনের নিষিদ্ধ সামগ্রী পরিবহনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন৷ তাই পুলিশ সারাক্ষণ এ ব্যাপারে সতর্ক রয়েছে৷ এই সূত্রেই এ দিনের এই সাফল্য৷ পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, বার্মিজ সুপারি বা কোনও ধরনের নিষিদ্ধ সামগ্রীর ব্যবসা কাছাড়ে বা কাছাড়ের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না৷ আন্তঃজেলা, আন্তঃরাজ্য বা আন্তঃরাষ্ট্রীয় যে চক্রই জড়িত হোক না কেন, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷