Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে ফুটপাত দখলমুক্ত করতে কাছাড় প্রশাসনের উচ্ছেদ অভিযান
Cachar Administration launches eviction drive to reclaim Silchar’s footpaths for pedestrians

ওয়ে টু বরাক, ১০ জানুয়ারি : কাছাড় জেলা প্রশাসন শুক্রবার শিলচর শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারি সরাতে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বহুদিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য পথচারীদের অধিকার পুনরুদ্ধার এবং ফুটপাত নিরাপদ ও সহজে চলাচলের জন্য উন্মুক্ত করা।

Rananuj

শিলচরের ফুটপাতগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কাঠামো এবং হকারদের দখলে থাকার অভিযোগ রয়েছে। ফলে পথচারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নিরাপত্তাহীনতা ও অসুবিধার কারণে শহরের মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় কাছাড় প্রশাসন একটি শক্তিশালী দল মোতায়েন করে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে।

প্রাপ্ত তথ্য মতে, প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। শহরের বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের সক্রিয় পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই অভিযান প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের পুনঃপুনঃ অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। কাছাড় প্রশাসন স্পষ্ট করেছে, ফুটপাতের আসল উদ্দেশ্য পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

এই উচ্ছেদ অভিযান কেবল দখলমুক্তি নয়, বরং শিলচরের মতো শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নে প্রশাসনের অঙ্গীকারেরও প্রতীক। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শহরের জনসাধারণের সুবিধার্থে ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণে প্রশাসনের এই উদ্যোগ নজির স্থাপন করেছে।

Way2barak, January 10 : Acting upon multiple public complaints, the District Administration of Cachar undertook a significant Eviction Drive on Friday across Silchar town to clear illegal encroachments from footpaths. This initiative aimed to restore pedestrian rights and ensure the safe and uninterrupted use of footpaths.

For years, the footpaths of Silchar had been a source of contention, with unauthorized structures and vendors blocking the pathways, causing inconvenience and safety concerns for pedestrians. Addressing this widespread issue, the administration deployed teams to remove these obstructions, garnering praise from the local community.

It is worthy to note that this drive is a response to the repeated grievances of the public. Cachar Administration’s priority is to ensure that footpaths serve their rightful purpose—providing safe passage for pedestrians.

The drive was met with support from residents, who had long struggled to navigate the congested sidewalks. Many expressed their relief and gratitude for the administration’s proactive approach. With eviction drive, the Cachar Administration has set a precedent for reclaiming public spaces, signaling a commitment to improving urban infrastructure and maintaining law and order in Silchar town.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker