Barak UpdatesCultureBreaking News

শিলচরে ফক-ইরার ভাওয়াইয়া গানের কর্মশালা ১৯-২১ জুলাই

ওয়ে টু বরাক, ২৩ জুন : ফক-ইরা গানের দল এ বছরও শিলচরে এক গানের কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালা হবে আগামী ১৯, ২০ ও ২১ জুলাই। ‘সহজ আলাপ ২০২৪’ শীর্ষক এই কর্মশালা ওপার বাংলার উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ঢাকার কামরুজ্জামান রাব্বি।

Rananuj

ফক-ইরার বিবৃতি থেকে জানা যায়, কর্মশালা হবে শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে। ২১ জুলাই কর্মশালা শেষ হওয়ার পর লোকায়ত গানের একটি অনুষ্ঠান ‘আনন্দ-লোক ২০২৪’ থাকবে। এটি হবে স্থানীয় বঙ্গভবনে। শুরু হবে বিকেল ৫টায়। গানের দলের পক্ষ থেকে বলা হয়, প্রতিবারের মতো এ বারও সঙ্গীত প্রেমী মানুষ ফক-ইরার পাশে থাকবেন, সে ব্যাপারে প্রত্যেক সদস্য বিশ্বাসী। তারা সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker