Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ দীপায়নের

ওয়ে টু বরাক, ১৯ মার্চ : সমগ্র রাজ্যের সঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রেও বুধবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ করা হয়েছে। এদিন গুয়াহাটির পলাশবাড়িতে রাজ্যস্তরে এই বিতরণ পর্বের সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এরপরই আনুষ্ঠানিকভাবে তা বিতরণ করা হয় শিলচরে।
এ উদ্দেশ্যে মেহেরপুরের সিডি হোমের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও প্রবীণ মাহাতো, অ্যাসিস্ট্যান্ট বিডিও শুভ্রাংশু দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপক শর্মা, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলক চন্দ্র দাস, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায়, শিলচরে বিজেপির তিন মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস ও পিকলু দাস, রাজেশ দাস, অমরেন্দ্র পাল, দেবাশিস রায়, শান্তনু রায়, শংকর শীল প্রমুখ।
বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে সব মিলিয়ে এদিন ৩ লক্ষ ৮৮ হাজার ৩৫৮টি প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বন্টন করা হয়। এর মধ্যে শিলচর এলএসিতে রয়েছে ২৩২৩টি। সমগ্র রাজ্যে এত বড় সংখ্যায় প্রকৃত হিতাধিকারীদের মধ্যে এর ব্যবস্থা করে দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও এবারের বাজেটে শিলচর তথা বরাক উপত্যকার উন্নতে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক।
এদিন আনুষ্ঠানিক ভাবে প্রায় ৬০ জন হিতাধিকারীদের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বন্টন করা হয়। এ উদ্দেশ্যে আয়োজিত এ দিনের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবাশিস সোম।