Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে নতুন বিমানবন্দর নির্মাণ এখনও শতযোজন দূরে
ওয়েটুবরাক, ২২ জুলাই : ভারত সরকারের গ্রিনফিল্ড এয়ারপোর্ট স্টিয়ারিং কমিটির সুপারিশ অনুসারে কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে সাইট ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে৷ সোমবার রাজ্যসভায় সাংসদ সুস্মিতা দেবের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মহল৷
সাংসদ সুস্মিতা জানতে চেয়েছিলেন, কাছাড়ের গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের যে প্রকল্প ২০২২ সাল থেকে পড়ে রয়েছে, এর অবস্থানটা কী? এটা কি ঠিক, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের প্রটোকল না মেনেই সরকার এর সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর করেছে? তৃতীয়ত, সরকার কি সোশ্যাল ও এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে? করলে কবে নাগাদ?
প্রতিমন্ত্রী মুরলিধর জানান, গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্ল্যানিং ও ডেভেলপমেন্টের জন্য পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি জানা খুব প্রয়োজনীয়৷ কী করে পরিবেশের ওপর ন্যূনতম প্রভাবের মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করা যায়, তাই দেখতে হয়৷ তবে ২০০৮ সালের গ্রিনফিল্ড এয়ারপোর্টস পলিসি অনুসারে ডেভেলপারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক থেকে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিতে হবে৷ গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজকর্ম শুরুর আগেই প্রয়োজনীয় সব নথি তৈরি করতে হবে৷