Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে দেহদানে অঙ্গীকার করলেন নতুন প্রজন্মের তিন যুবক-যুবতী
ওয়ে টু বরাক, ২৬ সেপ্টেম্বর ঃ সমাজ ও চিকিতসাশাস্ত্রের অগ্রগতিকে ত্বরান্বিত করতে দেহদানের অঙ্গীকার করলেন শিলচরের তিন যুবক যুবতী। এরা হলেন প্রাঞ্জল মণ্ডল, সন্দীপ চক্রবর্তী ও তনুশ্রী ঘোষ। রবিবার শিলচর অম্বিকাপট্টির সৌম্যদীপ রায়চৌধুরীর কোচিং সেন্টারে হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে এই তিনজন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, শিলচর ইটখলার বাসিন্দা প্রাঞ্জল বিএসসি কম্পিঊটারের তৃতীয় বর্ষের ছাত্র। কাটলিছড়ার বাসিন্দা সন্দীপ হাইলাকান্দি কোর্টে চাকরি করেন এবং শিলচর শ্মশান রোড এলাকার বাসিন্দা তনুশ্রী ঘোষ পেশায় শিক্ষিকা। এ দিন অঙ্গীকারপত্রে স্বাক্ষর করার সময় উপস্থিত ছিলেন হিউম্যান সায়েন্স ফোরামে সম্পাদক হানিফ বড়ভূইয়া, রাহুল রায়, মধুমিতা দেব ও সৌম্যদীপ রায়চৌধুরী। এছাড়াও তাদের অনেক বন্ধুবান্ধবও সেখানে উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে অঙ্গীকারপত্রের প্রতিলিপি তুলে দেওয়া হয়।