Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে দূর-দূরান্তের ক্যানসার রোগীদের থাকার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বরঃ দূর-দূরান্ত থেকে রোগীরা আসেন কাছাড় ক্যানসার হাসপাতালে চিকিৎসার জন্য। গ্রামীণ এলাকা, চা বাগান, পার্বত্য অঞ্চল থেকে এসে তাঁরা ডাক্তার দেখান। বরাক উপত্যকা তো বটেই, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকে এখানে আসেন, ক্যানসারের চিকিতসা করান। পার্শ্ববর্তী রাজ্যের রোগীদের সংখ্যাও কম নয়। হাসপাতাল সোসাইটি তাঁদের কম খরচে চিকিতসার যাবতীয় ব্যবস্থা করলেও থাকা-খাওয়া নিয়ে তাঁদের মুশকিলে পড়তে হয়। চড়া দামের হোটেল ছাড়া থাকার ব্যবস্থা নেই বলে অনেকেই ক্যামোথেরাপি বা রেডিওথেরাপির এক ডোজ নিয়েই বাড়ি চলে যেতে বাধ্য হন। এমনকী অপারেশনের পরও চিকিতসা না সেরেই তাদের ফিরে যেতে হয়। তাতে অকালে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এই অবস্থায় তাঁদের থাকার জন্য শিলচরে একটি আবাস তৈরি করে দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ। তাঁরা আসামের রোগীদের কথা মাথায় রেখে ভেলোরে আসাম হাউস নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী শর্মাকে ধন্যবাদ জানান৷ পাশাপাশি এই ধরনের একটি ভবন ক্যানসার রোগীদের জন্য শিলচরে নির্মাণের অনুরোধ জানান৷