Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে টয়োটার নতুন গাড়ি টাইজার
ওয়েটুবরাক, ২২ জুনঃ শনিবার আনুষ্ঠানিক ভাবে শিলচরের পথে নামল টয়োটার নতুন মডেল টাইজার। তার নানা সুবিধাজনক বৈশিষ্ট্য দেখে করিমগঞ্জের দীপারানি দাস প্রথম ক্রেতা হিসেবে নাম লেখান। তাঁর পরিবারের সদস্যদের হাতে গাড়ির চাবি তুলে দেন পোদ্দার টয়োটার ম্যানেজিং ডিরেক্টর সুরমিতা পোদ্দার। এর আগে প্রদীপ জ্বালিয়ে নতুন মডেলের মঙ্গল কামনা করেন পোদ্দার-মাতা চিন্ময়ী পোদ্দার, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল হোড় ও আইনজীবী অমলেন্দু নাগ। সুসজ্জিত মোড়ক খুলে টাইজার গাড়িটিকে সকলের সামনে তুলে ধরেন এই অঞ্চলের দুই প্রথিতযশা চিকিৎসক তীর্থঙ্কর রায় ও সম্বুদ্ধ ধর।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তৃতায় পোদ্দার টয়োটার কর্ণধার বিবেক পোদ্দার জানান, টয়োটার গাড়ি মানেই ভালো সার্ভিসিং। তাই এই কোম্পানির গাড়ি শুধু চড়ে আনন্দই নয়, পরে বিক্রি করতে গেলেও ভালো দাম পাওয়া যায়। এ ছাড়া, শিলচরের শো-রুম থেকেই মিলছে টয়োটা ফিনান্সের সুবিধা। বিমার দিক থেকেও টয়োটার গাড়ি লাভজনক। দুই বছর আগে শিলচরে যে বন্যা হয়েছিল, তাতে প্রচুর গাড়ি নষ্ট হয়েছে। অনেকে বিভিন্ন কোম্পানির গাড়ি কিনে বিমার কোনও সুবিধা পাননি বলে অভিযোগ শোনা যায়। সেখানে ব্যতিক্রম টয়োটার গাড়ি। টয়োটা ইনসুরেন্স সকলের ক্ষতি মিটিয়ে দিয়েছে। এমনকী এক ক্রেতা সম্পূর্ণ নতুন গাড়ি পেয়েছেন বলেও বিবেকবাবু আজ জানান।
তিনি বলেন, ব্যবসার পাশাপাশি তাঁরা সামাজিক কাজকর্মে নিজেদের জড়িত রাখেন৷ নিজেরা যেমন স্বচ্ছ শিলচর গড়ে তোলা সহ নানা বিষয়ে এগিয়ে যান, তেমনি অন্যদেরও উৎসাহিত করেন৷ এ দিনও কয়েকজন উদ্যোগী সংগঠককে সম্মানিত করা হয়৷ তাঁদের মধ্যে রয়েছেন থাউজেন্ড সায়ন্তনের সৌমিত্রশঙ্কর চৌধুরী এবং সক্ষমের মিঠুন রায়৷ টিম থাউজেন্ড সায়ন্তনকেও সম্মান জানানো হয় এ দিন৷ এ ছাড়া, ডা. তীর্থঙ্কর রায় ও ডা. সম্বুদ্ধ ধরের হাতে দুটো স্মারক তুলে দেন বিবেক পোদ্দার৷
অদ্রিজা রায় ও মৃগাঙ্কি রায় পরিবেশিত নৃত্য অনুষ্ঠানের সৌষ্ঠব বাড়িয়ে দেয়৷
টাইজার গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে পোদ্দার টয়োটার সংশ্লিষ্ট বিভাগের কর্মী সুজাতা ভট্টাচার্য জানান, আধুনিকতর প্রযুক্তিতে একে ভারতীয় গ্রাহকদের পছন্দসই করে তোলা হয়েছে৷ টারবো, পেট্রল কি সিএনজি, টাইজারের সব মডেলেই জ্বালানি সাশ্রয়ের কথা ভাবা হয়েছে৷ স্টাইল, কালার এবং সেফটির দিকেও এই গাড়ি অনন্য৷