Barak UpdatesHappenings
শিলচরে জাতীয় পতাকা তুলে লায়লাপুরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা মন্ত্রী পরিমলের
১৫ আগস্ট : ৭৫তম স্বাধীনতা দিবসে কাছাড় জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে রবিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পতাকা উত্তোলনের আগে মন্ত্রী আসাম পুলিশ, সিআরপিএফ, এনসিসি স্কাউটস অ্যান্ড গাইডস ও অন্যান্য সুরক্ষা সংস্থার কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
এরপর জাতীয় পতাকা উত্তোলনের পর প্রদত্ত ভাষণে মন্ত্রী স্বাধীনতা আন্দোলনের বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন। কাছাড় মিজোরাম সীমান্তের লায়লাপুরে দুষ্কৃতীদের গুলিতে শহিদ জওয়ানদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। মন্ত্রী পরিমল বলেন, ২০২১ সালের ১০ মে অসমের নবনির্বাচিত সরকার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বে শপথ গ্রহণ করে। শপথ গ্রহণের দিন থেকে এই সরকার অসমের জনগণের সেবায় প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছে। জনগণের সেবায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করার জন্য বর্তমান সরকার গঠিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি জানান, রাজ্য সরকার বিভিন্ন বিভাগে এক লক্ষ প্রার্থী নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত করা মাইক্রোফিনান্সের ঋণ পরিশোধ করার দায়িত্ব সরকার নিয়েছে। যারা ঋণ পরিশোধ করতে পারবেন না, তাদের ঋণ পরিশোধের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি সময়মতো পরিশোধ করা প্রত্যেককে উতসাহমূলক ২৫ হাজার টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অসম থেকে রাজ্যের বাইরে শিশু ও মহিলাদের অবৈধ পাচার রোধ করার ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতিমধ্যে মানব পাচারকারীর খপ্পরে পড়া ১৭৫ শিশু ও মহিলাকে উদ্ধার করা হয়েছে। সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে অসম থেকে যাওয়া দুই যুবতী ও ৪০টি শিশুকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া বর্তমান সরকার বিধানসভায় আইন প্রণয়ন করে পশুর অবৈধ ব্যবসা রোধ করার পদক্ষেপ নিয়েছে। হিন্দু, শিখ, বৌদ্ধ ইত্যাদি ধর্মের ধর্মীয় স্থানের কাছাকাছি এবং অমুসলিম প্রধান অঞ্চলে গো-মাংস বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, রাজ্যের উন্নয়নকে অধিক ত্বরান্বিত করার জন্য সরকার ব্যাপকহারে আর্থিক সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী ২ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের সব প্রকল্প বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিভাগীয় কমিটি অনুমোদন দেবে। ২ থেকে ৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে অনুমোদন জানাবে মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত স্থায়ী আর্থিক কমিটি। ৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে তৈরি প্রকল্পে অর্থমন্ত্রীর পৌরহিত্যে গঠিত বিশেষ স্থায়ী আর্থিক কমিটি অনুমোদন জানাবে।
মন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের কোভিড পরিস্থিতির দিকেও আলোকপাত করেন। তিনি বলেছেন, এ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪০ কোটি ৬০ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। এ পর্যন্ত রাজ্যে ১ কোটি ৩৭ লক্ষ লোককে কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্তমান সরকার গুয়াহাটি মেডিক্যাল কলেজে ২০০টি আইসিইউ বিছানা ও সরুসজাই চিকিতসালয়ে ১০০টি বিছানা সহ স্বাস্থ্যক্ষেত্রে নতুন করে ৬০০টি নতুন আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে। ডিআরডিও-র সহায়তায় সরুসজাই ক্রীড়া প্রকল্পে ৩০০ শয্যা যুক্ত অস্থায়ী কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। কোভিড রোগীর যাতে অক্সিজেনের অভাব না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বৃহত্তর স্বার্থ তথা যুব প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সমগ্র রাজ্যজুড়ে ড্রাগস-এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়েছে অসম পুলিশ। ২০২১ সালের ১০ মে থেকে ১২ আগস্ট পর্যন্ত ড্রাগস ব্যবসায়ীর বিরুদ্ধে ১০৯০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়া ১৮৫৪ জন ড্রাগস ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ১৮৯ কোটি ১০ লক্ষ টাকার হেরোইন, গাঁজা, কফ সিরাপ এবং অন্যান্য নেশাযুক্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে গোলাঘাট, ডিফু, নগাঁও, হোজাইয়ে গিয়ে ১০০ কোটি টাকার বেশি মূল্যের ড্রাগস নষ্ট করেছেন।