Barak UpdatesHappeningsSports

শিলচরে জাতীয় ক্রীড়া দিবস পালন করল বাকস

ওয়ে টু বরাক, ২৯ আগস্ট : হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়েছে৷ এ দিন সকালে শিলচর ডিএসএ-তে থাকা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-র কাৰ্যালয়ে এই তারকার প্ৰতিকৃতির সামনে পুষ্পাৰ্ঘ অৰ্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়৷

বাকসের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এ দিন নিৰ্ধারিত বক্তা ছিলেন বাকসের প্ৰাক্তন কেন্দ্ৰীয় সভাপতি রীতেন ভট্টাচাৰ্য এবং প্ৰাক্তন কেন্দ্ৰীয় সচিব দ্বিজেন্দ্ৰলাল দাশ৷ শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্ৰত দত্ত মেজর ধ্যানচাঁদের জীবনের ওপর আলোকপাত করেন৷ খেলোয়াড়সুলভ মানসিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, খেলাধুলোর সঙ্গে সবাইকে সম্পৃক্ত হতে হবে৷ কারণ যারা খেলার সঙ্গে যুক্ত থাকে, তারা পড়াশুনোয়ও ভাল হয়৷ শরীর যেমন সুস্থ ও সতেজ থাকে, তেমনি মনটাও ভারাক্রান্ত হয়ে ওঠে না৷ এতে জীবনের দিশা ঠিক করতে অনেক সহজ হয়৷

এ দিন অনুষ্ঠানে বেশ কয়েকজন খুদে হকি খেলোয়াড় উপস্থিত ছিলেন৷ এই খেলোয়াড়রা নানা প্ৰতিবন্ধকতার মধ্যেও প্ৰতিদিন সময় করে ডিএসএ স্টেডিয়ামে এসে হকিতে মনোনিবেশ করে৷ তাদের কোচ নিৰ্মাল্য নাথ এ দিন বক্তব্য রাখতে গিয়ে এ অঞ্চলের হকি খেলোয়াড়দের সাফল্যের জয়গাথা তুলে ধরেন৷ তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেও অনেকে শুধু নিষ্ঠা ও অনুশীলনের মাধ্যমে ভাল খেলছে৷ অনেকেই রাজ্যদলে খেলেছে৷

এ দিন অন্যান্যদের মধ্যে সাংবাদিক উত্তম কুমার সাহা, বাকসের কেন্দ্ৰীয় সভাপতি রতন দেব, জেলা কমিটির সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য নিজেদের অনুভব ব্যক্ত করেছেন৷ এছাড়া এ দিন এই আয়োজনের পৃষ্ঠপোষক রূপম নন্দী পুরকায়স্থকে শুভেচ্ছা স্মারক ও বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ রাহুল দে-কে একটি ফলক তুলে দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker