Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে গানমেলায় বরাক বঙ্গের প্রতিনিধি দল

ওয়েটুবরাক, ৩১ ডিসেম্বর : বাংলা ভাষা-সংস্কৃতির সুরক্ষায় গত ১২ বছর ধরে সমকাল ও স্বরলিপি যৌথভাবে শিলচরে যে গানমেলার আয়োজন করে চলেছে, এর প্রতি পূর্ণ সমর্থন ও আয়োজকদের সঙ্গে সহমর্মিতা প্রকাশে শনিবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এক প্রতিনিধি দল গানমেলা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে৷ তাঁরা গানমেলার আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সহাবস্থানের কথা তুলে ধরে নিরবিচ্ছিন্নভাবে একটি বিশেষ ভাবনাকে লালনপালনের জন্য সাধুবাদ জানান৷ তাদের এই উদ্যোগের জন্য তরুণ প্রজন্মের একটি বড় গোষ্ঠীকে শেকড়ের সন্ধানে ব্যাপৃত করা যাচ্ছে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন৷ ওই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব্যসাচী পুরকায়স্থ, গৌতমপ্রসাদ দত্ত, অনিল পাল, ড. বিভাস দেব, ড. পরিতোষ দত্ত, ড. নবেন্দু বণিক, সুশান্ত সেন, এ আর লস্কর, বাপী রায়, তাপসী দত্ত, হাসনা আরা শেলী,  বিনায়ক চৌধুরী ও উত্তমকুমার সাহা৷ প্রসঙ্গত, গানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণেও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর গানমেলার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker