Barak UpdatesHappeningsCultureBreaking News
শিলচরে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে দাবিপত্র
ওয়েটুবরাক, ১৬ এপ্রিল: আজ শনিবার শিলচর বিজেপি অফিসে গিয়ে ‘ভিশন টুয়েন্টি ফাইভ’ শীর্ষক নাগরিক সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখির হাতে বেশ কিছু দাবিতে স্মারকপত্র পেশ করা হয়৷
স্মারকপত্র তুলে দেন রসরাজ দাস ও রাজু দেব। দাবিপত্রে তাঁরা উল্লেখ করেন, সংগীত নাটক অ্যাকাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর), সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিসিআরটি) এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটি করে স্থানীয় কেন্দ্র শিলচরে স্থাপন করা হোক।
এই সংস্থাগুলির ইউনিট গুয়াহাটি, আগরতলা ও ইটানগরে আছে৷ কিন্তু এদের সুফল বরাক উপত্যকার মানুষ পাচ্ছেন না৷ ভৌগোলিক দূরত্ব সহ বিভিন্ন বিষয়ের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির ধারাবাহিক কর্মকাণ্ডের সঙ্গে বরাকের শিল্পীরা নিজেদের জড়াতে পারছেন না। তাঁদের দাবি, স্থানীয় স্তরে এই ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলোর একেকটি অফিস খোলা হোক, যাতে করে শিল্পীরা সশরীরে অফিসে গিয়ে বিভিন্ন খবরা-খবর নিতে পারেন, বিভিন্ন প্রজেক্ট বুঝে নিতে পারেন৷