HappeningsBreaking News
শিলচরে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর :ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮-তম প্রতিষ্ঠা দিবস যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করল শিলচর জেলা কংগ্রেস। বুধবার সকালে জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক দলীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, আমরা গর্বিত, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের এক-একজন সৈনিক৷ এই দলের নেতৃত্বে ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছিলেন এবং স্বাধীনতা প্রাপ্তির পর এক শক্তিশালী রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। দেশের একতা অখণ্ডতা রক্ষার জন্য কংগ্রেসের নেতারা নিজের জীবন আহুতি দিয়েছেন। তমালবাবু বলেন, দেশে এখন বিভাজন, ঘৃণা, বিদ্বেষের বিভীষিকা চলছে, এই বাতাবরণ থেকে দেশকে রক্ষা করতে হবে৷ সে জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন৷ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা ধুবড়ি থেকে সদিয়া পর্যন্ত যাত্রা ইতিমধ্যে শেষ করেছেন। এক শক্তিশালী ভারতীয় সমাজ তৈরি করতে হলে, কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে বলেই মন্তব্য করেন তমালবাবু৷
এ দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে কংগ্রেস কার্ষালয়ের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷ কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কংগ্রেস দলকে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। পরবর্তীতে ইন্দিরা ভবনের শ্যামাচরণ হলে দলীয় কর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বাবুল হোড়, সুজন দত্ত, কিশোর ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, জেলা কংগ্রেস কোষাধ্যক্ষ অভিজিৎ ধর, মহিলা কংগ্রেস সভানেত্রী বিদ্যাবতী রবিদাস, ইয়ং ব্রিগেড সভাপতি সুশান্ত রায় সহ অনেকে। সন্ধ্যায় কংগ্রেস কার্ষালয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়।