NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে এফসিআই ডিএমের বিরুদ্ধে অধস্তন কর্মীকে যৌন হেনস্তার অভিযোগ
৬ ফেব্রুয়ারি: এফসিআইর শিলচর ডিভিশনাল ম্যানেজার অজয় কুমারের বিরুদ্ধে অধস্তন কর্মীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল৷ এফআইআর করে ওই মহিলা জানিয়েছেন, অনেকদিন ধরেই অজয় কুমার তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন৷ প্রয়োজনে-অপ্রয়োজনে তাঁকে নিজের চেম্বারে ডেকে বসিয়ে রাখতেন৷ রাতবিরেতে ফোন করেন, অশ্লীল ইঙ্গিতপূর্ণ ম্যাসেজ পাঠান৷ কিন্তু মহিলার দিক থেকে সাড়া না পেয়ে অজয়বাবু সরাসরিই চাকরিতে সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দিতে থাকেন৷ ওই কর্মী তাতে আপত্তি জানিয়ে সরব হয়ে ওঠেন৷ এফআইআরে তিনি বলেন, এর পরই তাঁর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ শুরু করেন৷ অফিসের প্রধান কর্মকর্তা হিসাবে নিত্য কাজ বদলে দিতে থাকেন৷ দীর্ঘ সময় ধরে যাতে কাজ করতে হয়, সে জন্য অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন৷ কিন্তু এর পরে২ ডিসেম্বর ও ৬ ডিসেম্বরের ঘটনার উল্লেখ করে বলেন, আর সহ্য করা যায় না৷ ২ তারিখে ইচ্ছাকৃতভাবে অজয় কুমার কুউদ্দেশ্যে তাঁর হাত স্পর্শ করেন৷ ৬ ডিসেম্বর কাজের বাহানায় ডেকে নিয়ে তাঁর শরীরে হাত দেন অজয়কুমার৷
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে৷ এ দিকে অজয় কুমার হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালে বিচারকরা ১৭ ফেব্রুয়ারি মামলার কেস ডায়েরি তলব করেন৷ সে দিনই তাঁর আবেদনের ওপর শুনানি হবে৷ তবে এর আগে তাঁকে গ্রেফতার করা যাবে না বলে রায় দিয়েছে উচ্চ আদালত৷ আর গ্রেফতার করা হলেও ১৫ হাজার টাকার জামিনে তাঁকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷