Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে এখনও জুম্মার নামাজ বাড়িতেই হবে

১০ জুন: মন্দির-মসজিদ-গির্জায় সমবেত হতে, প্রার্থনা জানাতে এখন আর বাধা নেই৷ একসঙ্গে সর্বাধিক ২০ জনের সীমা বেঁধে দিয়ে উপাসনাস্থলে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ ৮ জুন থেকে ওই আনলক কার্যকর হলেও শিলচর শহর ও শহরতলির মসজিদগুলি চলছে লকডাউনের নীতি-নির্দেশিকা মেনে৷ গত তিনদিনে কোনও ইসলাম ধর্মাবলম্বী নামাজ আদায়ের জন্য মসজিদে যাননি৷ বিধানসভার উপাধ্যক্ষ তথা শিলচর বড় মসজিদ পরিচালন সমিতির সভাপতি আমিনুল হক লস্কর জানান, জুম্মাবারেও কেউ নামাজ আদায়ে মসজিদে যাবেন না৷ সরকার তুলে নিলেও এই লকডাউন ফর্মুলা আরও কিছুদিন তাঁরা মেনে চলবেন বলেই জানিয়েছেন আমিনুল হক৷ তিনি বলেন, লকডাউন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ভাবেই চলবে৷

কারণ হিসাবে তিনি বললেন, ২০ জনের যে সীমা বেঁধে দিয়েছে সরকার, তা নিজেদের জন্যই মেনে চলা উচিত৷ কিন্তু নামাজের সময়ে সকলে গিয়ে হাজির হলে কোন ২০ জনকে রাখা আর কাদের বাড়ি ফিরিয়ে দেওয়া, এ এক বড় প্রশ্ন৷ তাই লকডাউন মেনে চলারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ এই প্রস্তাবে শহর ও শহরতলির সব মসজিদ সায় জানিয়েছেন৷ ফলে জুম্মার নামাজ আদায়ও বাড়িঘরেই হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker