NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে আসছে রোবোটিক সার্জারি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ
ওয়েটুবরাক, ২১ অক্টোবর :শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে স্বাস্থ্য পরিকাঠামোতে নতুন সংযোজন হতে যাচ্ছে রোবোটিক সার্জারি। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যে অস্ত্রোপচার প্রক্রিয়াতে নতুন ধারার সূচনা করে শিলচর গুয়াহাটি এবং ডিব্রুগড়ে প্রথমবারের জন্য আসছে রোবোটিক সার্জারি । রোবোটিক ডিভাইস, রোবোটিক আর্ম, ছোটো সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট, থ্রিডি ভিউর জন্য হাই ডেফিনেশন ক্যামেরা ইত্যাদির মাধ্যমে অস্ত্রোপচার করা হয়ে থাকে এই ব্যবস্থায়। আধুনিক এই অস্ত্রোপচার প্রক্রিয়া শিলচরেও আসার খবরে উৎসাহিত থাউজেন্ড সায়ন্তন দলের সদস্যরা।
তাঁদের দাবি, ২০২২ সালে থাউজেন্ড সায়ন্তন দলের পক্ষ থেকে শিলচরে রোবোটিক সার্জারির সুবিধার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছিল৷ অত্যাধুনিক রোবোটিক সার্জারির বিষয়ে গুয়াহাটি এবং ডিব্রুগড় মেডিক্যাল কলেজের সঙ্গে শিলচরকেও অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন।