Barak UpdatesHappeningsCulture

শিলচরে ‘অসমি ভোগালী”(পৌষ) মেলা ২০২৫’-এর উদ্বোধন
Asomi Bhogali (Poush) Mela 2025 inaugurated in Silchar

ওয়ে টু বরাক, ১০ জানুয়ারি : শিলচরের ইটখলা বাজার সংলগ্ন কমিউনিটি ম্যানেজড ট্রেনিং সেন্টারে (সিএমটিসি) শুক্রবার থেকে শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত ‘অসমি ভোগালী (পৌষ) মেলা ২০২৫’। মূলত, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অন্তর্গত কাছাড় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে অসমিয়া সংস্কৃতি ও ঐতিহ্যের এই জমজমাট উৎসব আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Rananuj

সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর ভাষণে বলেন, “ভোগালী মেলা শুধু অসমিয়া সংস্কৃতির উদযাপন নয়, বরং স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের প্রচারের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই মেলা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি সমাজে ঐক্যের বার্তা দেয়।” বিধায়ক দীপায়ন চক্রবর্তী এএসআরএলএম এবং জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের গৌরবময় সংস্কৃতিকে সংরক্ষণ ও উদযাপন করতে সহায়ক। এটি যুবসমাজকে তাদের শিকড় সম্পর্কে গর্বিত হতে অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, “ভোগালী বিহু হল সমৃদ্ধি ও একতার উৎসব। এই মেলা স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেয় এবং অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখে।”

উল্লেখ্য, মেলায় দর্শকদের জন্য রয়েছে হাতে তৈরি স্থানীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয়, অসমিয়া ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও, রয়েছে ইন্টারঅ্যাকটিভ কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীরা অসমিয়া হস্তশিল্প ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবেন।
‘অসমি ভোগালী (পৌষ) মেলা ২০২৫’ অসমের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে রয়েছে, যেখানে পুরনো ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের এক অপূর্ব সমন্বয় ঘটেছে। বিভিন্ন আকর্ষণ ও কার্যক্রমের মাধ্যমে এই মেলা দর্শনার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং অসমিয়া পরিচিতিকে গর্বের সঙ্গে উদযাপন করবে।

Way2barak, January 10 : The much-awaited Asomi Bhogali (Poush) Mela 2025 has commenced with immense enthusiasm at the Community Managed Training Centre (CMTC) near Itkhola Bazar, Silchar. This vibrant celebration of Assamese culture and traditions, organized by the District Mission Management Unit, Cachar, in collaboration with the Assam State Rural Livelihoods Mission (ASRLM) under the Panchayat & Rural Development Department, Government of Assam, is scheduled to captivate visitors from January 10th to 12th, 2025. The mela promises a rich tapestry of local artistry, culinary delights, and cultural heritage, drawing crowds from across the region.

The grand inauguration ceremony was graced by prominent dignitaries, including MP, Silchar , Parimal Suklabaidya, MLA Silchar, Dipayan Chakraborty, District Commissioner of Cachar, Mridul Yadav and Chief Executive Officer of Cachar Zilla Parishad, Pranab Kumar Borah. Their presence underscored the significance of the mela as a platform for cultural preservation and economic growth.

Speaking on the occasion, MP, Parimal Suklabaidya highlighted the unifying essence of the Bhogali Mela. He stated, “The Bhogali Mela is not just a celebration of Assamese culture but also a platform to promote local artisans and entrepreneurs. It fosters unity and brings our heritage to the forefront of public consciousness.” Echoing his sentiments, Silchar MLA, Dipayan Chakraborty commended the efforts of ASRLM and the District Mission Management Unit, asserting, “Such initiatives are essential to preserve and celebrate our rich traditions. This mela will undoubtedly inspire the younger generation to take pride in their roots.”

The mela offers a kaleidoscopic experience for visitors, featuring an exhibition and sale of handmade products by local artisans, food stalls serving an array of traditional Assamese dishes, and mesmerizing cultural performances that showcase the region’s artistic diversity. Interactive workshops further engage attendees, providing hands-on experiences and insights into Assamese craftsmanship and heritage.

Earlier,in his inaugural address, District Commissioner, Mridul Yadav, emphasized the cultural and economic significance of the event. He remarked, “This event is a tribute to the spirit of Bhogali Bihu, a festival of harvest, abundance, and togetherness. It also provides a significant boost to local artisans and entrepreneurs by giving them a platform to showcase their talents.”

Asomi Bhogali Mela 2025 stands as a testament to the rich heritage of Assam, seamlessly blending tradition with modern avenues for economic and cultural growth. With its diverse offerings and engaging activities, the mela promises to be a memorable experience for attendees and a proud celebration of Assamese identity.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker