Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ‘অমৃত পরিবার সম্মেলন’
ওয়েটুবরাক, ৩১ জুলাইঃ হিন্দু ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেকেরই নিজেদের ছেলেমেয়েদের সংস্কারসম্পন্ন করে তুলতে হবে। বিশ্বায়ণের যুগে সংস্কৃতি, ঐতিহ্য নষ্ট হতে চলেছে৷ এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। রবিবার বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর বরাক উপত্যকা জোনের উদ্যোগে সংস্থার ১ম লিঙ্ক রোডের ১ নং গলিতে থাকা কার্যালয়ে আয়োজিত অমৃত পরিবার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির আহ্বায়ক রসরাজ দাস এই মন্তব্য করেন। আজ অবক্ষয়ের যুগে অমৃত পরিবারের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার অন্যতম কর্মকর্তা সাধন কুমার দাস বলেন, হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারে কেবল পরিবার। পরিবার থেকে সম্প্রদায়, সম্প্রদায় থেকে সমাজ এবং সমাজ থেকে দেশ তথা রাষ্ট্রের কল্যাণে আমাদের একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে৷ তবেই আমরা আমাদের সেই সুপ্রাচীন হিন্দু সংস্কৃতি তথা ঐতিহ্য রক্ষা করতে পারব। প্রতিদিন ছেলেমেয়েদের পূজা পাঠ, গীতা পাঠ ও অন্যান্য সামাজিক তথা ধর্মীয় আচার অনুষ্ঠানে সামিল হওয়ার অভ্যাস করাতে হবে৷
অনুষ্ঠানে সারদা সংঘ, মহিলা সমিতি থেকে প্রচুর মহিলারা অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্তুতিপাঠ, শান্তিমন্ত্র ও ভজন পরিবেশন করেন কথামৃত ভট্টাচার্য। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন বৈশালী ভট্টাচার্য। মাতৃ সংগীত পরিবেশন করেন সোনালি বনিক। তাছাড়াও শান্তিমন্ত্র ও কেন্দ্র প্রার্থনা পরিবেশন করেন হহম কাংলম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর পাব্লিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কবিতা সেনগুপ্ত, দিলীপ কুমার নাথ, স্বপ্না গোস্বামী, বিমলেন্দু রক্ষিত প্রমুখ।