Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের সোমনাথ দাস প্রাইম মিনিস্টারস রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত
ওয়েটুবরাক, ২৪ অক্টোবরঃ শিলচরের তরুণ গবেষক সোমনাথ দাস প্রাইম মিনিস্টারস ফেলোশিপ (পিএমআরএফ)-এর জন্য মনোনীত হয়েছেন। তিনি বর্তমানে হায়দরাবাদ ইউনিভার্সিটিতে অধ্যাপক পিকে সুরেশের তত্ত্বাবধানে পিএইচডি করছেন। ইউনিভার্সিটি থেকেই তাঁর নাম বিশেষ এই মর্যাদাসম্পন্ন ফেলোশিপের জন্য পাঠানো হয়েছিল।পরে নির্বাচক মণ্ডলী তাঁর রিসার্চ প্রজেক্ট ও ব্যক্তিগত যোগ্যতাবলী পুঙ্খানুপুঙ্খ বিচার করে গত শুক্রবার পিএমআরএফ-এর জন্য তাঁর নাম ঘোষণা করে।
সোমনাথের মাতা মঞ্জরি রায় ও পিতা উজ্জ্বলেন্দু দাস দুইজনই স্কুলশিক্ষক। তিনি শিলচরের সাউথ পয়েন্ট স্কুল থেকে মাধ্যমিক, রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ উচ্চ মাধ্যমিক পাশ করে গুয়াহাটির বি বরুয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে বিএসসি এবং পরে তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি করেন।
(ফোটো : মায়ের সঙ্গে সোমনাথ)