Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের সরলা বিড়লা জ্ঞান জ্যোতি স্কুলে ফিলাটেলি আলোচনা
ওয়েটুবরাক, ২৬ আগস্ট : ডাকটিকিট সংগ্রহ করার হবি “ফিলাটেলি” নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ “দীনদয়াল স্পর্শ” প্রকল্প চালু করেছে । এই উপলক্ষে শিলচরের সরলা বিড়লা জ্ঞান জ্যোতি স্কুলে আজ শুক্রবার এক ওয়ার্কশপের আয়োজন করা হয়। দীনদয়াল স্পর্শ শখ হিসাবে স্ট্যাম্প সংগ্রহে দক্ষতা এবং গবেষণা বা প্রচারের জন্য বৃত্তি।
এই স্কিমের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণিদের ছাত্রদের যাদের অন্তত ৬০ শতাংশ নম্বর রয়েছে, একটি ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট (PDA) রয়েছে এবং নিজে ফিলাটেলিক ক্লাবের সদস্য তাদের বার্ষিক 6,000/ টাকা বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এই বৃত্তির জন্য ডাকটিকিট কুইজের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ৩১ আগস্ট ট্রাংকরোড স্থিত সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিসের অফিসে অনুষ্ঠিত হবে। এদের মধ্যে থেকে যারা ভালো নম্বর পেয়ে সিলেকশন পাবে তাদের ডাক টিকিটের উপরে একটি প্রজেক্ট জমা দিতে হবে। এই প্রজেক্ট বিচারে বৃত্তির জন্য ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে।
এইদিন ওয়ার্কশপে ডাক টিকিট সংগ্রহের উপর বক্তব্য রাখেন গুরুচরণ কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অপ্রতিম নাগ ও ডাক নিরীক্ষক অজয় বর্মন। দীনদয়াল স্পর্শ প্রকল্পের ব্যাপারে বলেন মার্কেটিং এক্সিকিউিভ প্রমোদ দেব ও ডাক নিরীক্ষক রূপালী দাস তালুকদার ।