Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের শিলংপট্টিতে বহুতল ভবনের চারতলায় ভয়াবহ আগুন
ওয়ে টু বরাক, ১৮ মে ঃ উনিশে মে-র ঠিক আগের দিন শহরে এক বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শিলংপট্টির ছোটেলাল শেঠ ইনস্টিটিউটের বিপরীতে থাকা একটি বহুতল ভবনের একেবারে উপরের তলে আগুন লাগে। চারতলা ভবনটির ওই তলায় একটি কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে। আগুনের সূত্রপাত ওই ইনস্টিটিউট থেকেই। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘিরে ধরে পুরো ফ্লোরকে।
জানা যায়, আগুন লাগার সময় ওই ইনস্টিটিউটে ছাত্ররা ছিল এবং ক্লাসও চলছিল। ফলে অনেকেই ছিলেন সেখানে। আগুন খুব শীঘ্রই পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে সেখানে থাকা লোকজন প্রাণের মায়ায় এদিক-ওদিক দৌড়তে শুরু করেন। কয়েকজন আগুন থেকে বাঁচতে উপর থেকে পাশের বিল্ডিং-এর ছাদে লাফিয়ে পড়েন। এভাবে একটি মেয়ে উপর থেকে লাফ দিতে গিয়ে জখম হয়েছে বলে জানা যায়। পরে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য একটি সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় ইনস্টিটিউটে শহিদ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল।
এ দিকে আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী। ততক্ষণে আগুন প্রায় অনেকটাই ছড়িয়ে যায়। আসে পুলিশও। প্রায় ৫-৬টি দমকলের ইঞ্জিন বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তাছাড়া কালো ধোয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। এই বহুতল ভবনেই ব্যাঙ্ক অব বরোদার শিলচর শাখাও রয়েছে। এপর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।