Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের রেল সবই স্পেশাল, ভাড়া বেলাগাম, ক্ষুব্ধ প্রবীণ নাগরিকরা
৭ ফেব্রুয়ারিঃ শিলচর থেকে এখন যেসব যাত্রীবাহী রেল চলাচল করছে তা সাধারণের নাগালের বাইরে। শিলচর থেকে বদরপুর পর্যন্ত রেলে দ্বিতীয় শ্রেণীর ভাড়া ট্রেন ভেদে ৪৫ থেকে ৭৫ টাকা। কারণ শিলচরের সব যাত্রীবাহী রেল এখন ‘স্পেশাল’। অথচ রেগুলার ট্রেনের সময় ধরেই চলছে, কামরাগুলোও ওই একই, পুরনো।
আগের মত ‘রেগুলার’ বা নিয়মিত যাত্রীবাহী রেলের দাবিতে বিভিন্ন সংগঠন চিঠি, স্মারকলিপি, ধর্ণা দিলেও রেল বিভাগ অনড়। শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের স্মারকলিপির লিখিত উত্তরে ২ ফেব্রুয়ারি রেল বোর্ড জানিয়েছে, ‘রেগুলার’ বা নিয়মিত ট্রেন সার্ভিস চালু হয়েছে। ‘স্পেশাল’ ট্রেন চলছে ‘ফেস্টিভ্যাল’ (অর্থাৎ উৎসব) সময়ে, ‘পিক ডিমান্ড’ ( চূড়ান্ত চাহিদা) কালে। প্রথমোক্ত রেলের ভাড়া ‘নরম্যাল ফেয়ার’ বা সাধারণ ভাড়ায় চলছে। দ্বিতীয় ধরণের রেলের ভাড়া মেইল/ এক্সপ্রেসের তালিকা মেনে। কিন্তু সাধারণ কিংবা এক্সপ্রেস– নিয়মিত রেল যে এই অঞ্চলে উধাও। করোনা-লকডাউনের পর স্পেশাল ট্রেন চালু হয়, আজও ওই নামে, ওই চড়া ভাড়াতেই চলছে। তাই আজ ৭ ফেব্রুয়ারি ফের ই-মেলে যাত্রী সাধারণের দুর্দশার কথা জানিয়ে রেল বোর্ডকে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে।