Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের বন্যা : সদন কমিটি গঠন করে তদন্ত দাবি তিন বিধায়কের

ওয়েটুবরাক, ৮ জুলাই : বরাক উপত্যকার তিন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলুদ্দিন মজুমদার বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকে কে চিঠি পাঠিয়ে শিলচরের বন্যা ইস্যুতে সদন কমিটি গঠনের আর্জি জানান৷

Rananuj

তাঁরা বলেন, নদীর বাঁধ ভেঙে যে ভাবে একটি প্রাচীন শহরকে পুরো ডুবিয়ে দিল, লক্ষ লক্ষ মানুষের আর্থিক বুনিয়াদ ধ্বংস করে দিল, একে মোটেও সহজ ভাবে নেওয়া যায় না৷ তাই তাঁরা এর উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন৷ আর্জি জানান সদন কমিটি গঠনের৷ অধ্যক্ষকে তাঁরা বলেন, প্রশাসন একে মনুষ্যসৃষ্ট বন্যা বলে উল্লেখ করে নিজেদের দায় ঝেড়ে ফেলতে চায়৷ তাঁদের কথায়, এটি মনুষ্যসৃষ্ট নয়, প্রশাসন সৃষ্ট৷ স্লুইস গেটের কাজ সাত বছর ধরে ফেলে রাখা হয়েছে৷ সে জন্যই এমন ক্ষতি সংঘটিত হল৷ তাই সদন কমিটি দ্বারা এর তদন্ত চেয়েছেন তিন কংগ্রেস বিধায়ক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker