Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের ফুটপাতে গড়ে উঠছে ২৫টি ভেন্ডিং জোন, প্রতিবাদের মধ্যেই উদ্বোধন

ওয়েটুবরাক, ১৭ জুলাই : শিলচর শহরের ফুটপাতে এমনিতেই হাঁটার উপায় নেই৷ কোনওদিকে স্ল্যাব ভাঙা, কোনওদিকে দোকানের মালপত্র রাখা৷ অধিকাংশ জায়গা ব্যবসায়ীদের দখলে৷ এ বার পাকাপাকিভাবেই পথচারীদের ফুটপাত থেকে রাস্তায় নামিয়ে দিল শিলচর পুরসভা৷ ফুটপাতগুলিতে নির্মিত হচ্ছে ভেন্ডিং জোন৷ মোট ২৫টি ভেন্ডিং জোন ঘিরে রাখবে শিলচর শহরকে৷ এর মধ্যে আজ শনিবার বঙ্গভবন ও ডিএফও অফিসের বাঁক পর্যন্ত অংশে নির্মিত জোনের উদ্বোধন হয়৷ আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়়৷

Rananuj

দুদিন ধরেই শহরজোড়া এ নিয়ে প্রতিবাদ চলছে৷ আজ বঙ্গভবনে পুরসভা আয়োজিত নাগরিক সভাতেও এ নিয়ে আপত্তি জানান আমন্ত্রিত সদস্যরা ৷ কিন্তু শাসক দল, জেলা প্রশাসন ও পুরসভা একজোট হয়েই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker