Barak UpdatesHappenings
শিলচরের পাবলিক স্কুল রোডে ৩টি রাস্তার কাজের উদ্বোধন করলেন দীপায়ন
৩০ আগস্ট : বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় শিলচর ১২নং ওয়ার্ডের পাবলিক স্কুল রোডে চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশনের তিনটি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গতি রেখে এ দিন এই কাজের সূচনা করেন বিধায়ক। এ উপলক্ষে সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন দীপায়ন। বিশেষ করে সাম্প্রতিক বন্যার সময় জনগণকে দলের সদস্যরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি দলীয় কর্মকর্তাদের সর্বদা জনগণের পাশে থাকার অনুরোধ জানান বিধায়ক। বিধায়ক নির্বাচিত হওয়ার পর গত এক বছরে সম্পূর্ণ কিংবা শুরু হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন দীপায়ন।
এ দিকে অল্প বৃষ্টির ফলে এলাকায় জমা জল ও পানীয় জলের সমস্যা সম্পর্কে স্থানীয় জনগণ বিধায়ককে অবগত করান। এই সমস্যা নিরসনে একটি স্মারকলিপিও বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয় তাঁকে। দীপায়নের ইচ্ছানুসারে এ দিন ফলক উন্মোচন করেন এলাকার বাসিন্দা নন্দিতা দেবলালা ও প্রাক্তন পুর কমিশনার ভাগ্যরানি পাল। উপস্থিত ছিলেন বিজেপির মধ্যে মণ্ডল সভাপতি শান্তনু রায়, ভাগ্যরানি পাল, বিধান চন্দ্র রায় সহ বিজেপি মধ্য শহর মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মণ্ডলের সহ-সভাপতি দেবাশিস সোম। উপস্থিত ছিলেন দলের ১২ নং ওয়ার্ডের বিভিন্ন বুথের সভাপতি ও কমিটির সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার জনগণ।