Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের ১৫ জায়গায় জাতীয় পতাকা উড়বে ৬০ ফুট উঁচুতে
ওয়েটুবরাক, ১২ আগস্ট ঃ শিলচরের ১৫ জায়গায় ৬০ ফুট উঁচুতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি পতাকা হবে দৈর্ঘে ২১ ফুট ও প্রস্থে ১৪ ফুট। শনিবার জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার রমনদীপ কৌর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং আরও ১১ জন দলীয় নেতার হাতে পতাকাগুলি উত্তোলন করা হবে। তাঁর বাসভবনের সামনেও থাকবে একটি বিগ সাইজের ফ্ল্যাগ। সেটি তিনি নিজেই তুলবেন বলে শুক্রবার সাংবাদিকদের জানান।
বাকিগুলি হবে আইএসবিটি বাইপাস পয়েন্ট, ইঅ্যান্ডডি কারগিল পয়েন্ট, তারাপুর রবীন্দ্রমূর্তি, রেডক্রশ, বিজেপি অফিসের সামনে ট্রাফিক পয়েন্ট, সদরঘাট বিবেকানন্দ মূর্তি, ডিএসএ ট্রাফিক পয়েন্ট, ভাওয়াল পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট, রাঙ্গিরখাড়ি নেতাজিমূর্তি, চিত্তরঞ্জন মূর্তি, কাঠাল পয়েন্ট, মেডিক্যাল পয়েন্ট এবং চেংকুড়ি পয়েন্টে।
দীপায়ন চক্রবর্তী জানান, ২৫ হাজারের বেশি জাতীয় পতাকা তিনি বিভিন্ন মাধ্যমে বিতরণ করেছেন। এর মধ্যে প্রথমেই ডাক ব্যবস্থার মাধ্যমে ২৫৫ বুথে ৪০টি করে পতাকা পাঠিয়েছেন। ৮ আগস্ট এক সভা ডেকে বিভিন্ন এনজিও, ক্লাব, পূজা কমিটির যারা প্রতিনিধিত্ব করেছিলেন, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এখন শহরের স্থানে স্থানে বিতরণ করা হচ্ছে আরও ১৫ হাজার পতাকা। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার দেবদূত পয়েন্টে হবে ওপেন স্টেজ প্রোগ্রাম। তাতে সেনাবাহিনীর জওয়ানরাও অংশ নেবেন বলে জানান বিধায়ক চক্রবর্তী।
এ দিন সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, মণ্ডল সভাপতিবৃন্দ শান্তনু রায়, দুলাল দাস, শ্যামলকান্তি দেব ও বিপ্লব দেবনাথ।